আ আআ আ
আমি হতে পারিনি আকাশ
আমি হতে পারিনি আকাশ
তুমি দিন শেষে
আলোর আবেশ নিয়ে চাঁদ হলে।
তুমি দিন শেষে
আলোর আবেশ নিয়ে চাঁদ হলে।
আমি হতে পারিনি আকাশ-
বন ছায়ে দুলেছিল
বন ছায়ে দুলেছিল ফুল
পরাগের রাঙা রাগে ভরেছিল মূল।
মধুকর এসেছিল নিয়ে মধুমূল।
মধুকর এসেছিল নিয়ে মধুমূল।
আজ শুধু আসেনি বাতাস।
তুমি দুলে দুলে
রঙের পরশ নিয়ে ফুল হলে।
তুমি দুলে দুলে
রঙের পরশ নিয়ে ফুল হলে।
আমি হতে পারিনি বাতাস।
ফুল বলে আমি আজ সুরভি দিলাম।
ফুল বলে আমি আজ সুরভি দিলাম।
পাখি বলে আমি আজ গান গেয়ে যাই।
মন বলে রঙে রাগে ভরে দিতে চাই।
মন বলে রঙে রাগে ভরে দিতে চাই।
যদি শুধু আসে গো বাতাস।
আজ অনুরাগে,
মনের কথাটি ফুটে ফুল হলো।
আজ অনুরাগে,
মনের কথাটি ফুটে ফুল হলো।
আমি হতে পারিনি বাতাস।
তুমি দিন শেষে
আলোর আবেশ নিয়ে চাঁদ হলে।
তুমি দিন শেষে
আলোর আবেশ নিয়ে চাঁদ হলে।
আমি হতে পারিনি আকাশ।
আমি হতে পারিনি আকাশ।
Song: Ami Hote Parini Akash
Movie: Monihar (1965)
Director : Salil Sen
Artist: Hemanta Mukherjee, Lata Mangeshkar
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Mukul Dutt
Star Casting : Soumitra Chatterjee, Biswajeet, Sandhya Roy, Kamal Mitra, Chhaya Debi, Bikash Roy, Rabi Ghosh, Pahari Sanyal
Video from YouTube for Ami Hote Parini Akash :