পা রা পা পা পা পা পা পারোনি ধরতে
হযবরল এ জীবন কি যে চায়
মা মা মা মা মা মা মা মস্তিতে মারে ছক্কা
কা কা কাটা ঘুড়ি এঁকেছ একলাই
মাঝের রাতে হাড়ে হাভাতে হৃদয়
তারা গোনে আর ক্রেডিটে স্বপ্ন চালায়
মন রে মন রে
দিনক্ষণ মাপা আছে বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারের কাছে
ইন্সটলমেন্টে শীতঘুম 3BHK flat
love আজকাল হম তুম ……
১০০ হজমি বড়ি fail হে corporate ruskel
আসলে Jim Morrison যার তাই মেট্রোর 3rd rail
সয়ের পর সই শালা Bypass হাঁকাবোই
গানের পর গান দাদা একটা chance দিয়ে যান ।।
দা মা মা মা মা মা মা মা মা মা মা মা
দা মা মা মা মা মা মা মা মা মা মা মা দামামা বাজল বলে
ফে ফে ফে ফেয়ারি টেলের চরিত্ররা সব
কে কে কে কে কে কে কে কে কে যাবি কার দলে
বো বো বো বোতামে ফুট ফুটন্ত উৎসব ।
জোছনা ভেবে টর্চের আলোই জালাও
জানোনা তুমি আদতে কতটা কি চাও
মন রে মন রে
দিনক্ষণ মাপা আছে বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারের কাছে ।।
ভবের সাগরে পেরবি কি করে
পেরবি কি করে এ মায়াডোর
পিছুডেকে মরে আলসেমি তোর
শোধ নেবে নিজের কাছে
ঘুমটুম ভেঙে গেলে চোখেরা ব্যাথা পেলে
নিমেশে ছুয়ে দিলে বোঝা যায় বেঁচে আছে
ঘুমটুম ভেঙে গেলে চোখেরা ব্যাথা পেলে
নিমেশে ছুয়ে দিলে বোঝা যায় বেঁচে আছে ।
হা রে রে রে রে রে রে রে রে rock and roll এ
লুকিয়েছ ছি ছি ছি ছি যে নষ্টামি
বা বা বা বা বা বা বা বম বম বম বম ভোলে
আশকারাতে আসল আসামী
ধীরে ধীরে ধরানো নতুন সিগরেট
পোড়াতে আসে কিছু পুরনো কারপেট
দিনক্ষণ মাপা আছে বরাতে ছাপা আছে
তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারের কাছে ।।
Film: Hawa Bodol (2013)
Song: Din Khon Mapa Ache
Artist: Arijit Singh
Music Director: Indradip Dasgupta
Lyricist: Prasen
star Casting: Parambrata Chattopadhay, Rudranil Ghosh, Raima Sen, Neha Panda
Director: Parambrata Chattopadhyay
Video from YouTube for Dinkhon Mapa Ache :