বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।
পরেরও তরে তার শত উপকারে,
পরেরও তরে তার শত উপকারে
গরব থাকে না কোনোখানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।
সকল লোকেরও বন্দনায় রত
নিন্দা কথা না জানে রে।
সকল লোকেরও বন্দনায় রত
নিন্দা কথা না জানে রে।
বিশ্বাসে অবিচল, সদভাবনায় মন
জননী ধন্য ধনমানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।
সমদৃষ্টিধারী ধরণীর নাড়ী
যেই রূপে দেখে তার জননী রে।
সমদৃষ্টিধারী ধরণীর নাড়ী
যেই রূপে দেখে তার জননী রে।
মিথ্যাবচন ভুলে, না দেখে চোখ তুলে
অন্যের সম্পদ পানে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।
এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে।
এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে।
কোথা সে মানুষ যার দর্শন পরে
মোক্ষ মিলবে লক্ষ প্রাণে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন ব্যথা জানে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন ব্যথা জানে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।
পরেরও তরে তার শত উপকারে,
পরেরও তরে তার শত উপকারে
গরব থাকে না কোনোখানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।
Song: Baishnob Sei Jon
Movie: Gotro (2019)
Director: Shiboprosad Mukherjee and Nandita Roy
Artist: Shreya Ghoshal
Music Director: Anindya Chatterjee
Lyricist: Anindya Chatterjee
Star Casting: Nigel Akkara, Saheb Chatterjee, Manali Dey, Kharaj Mukherje
Video from YouTube for Baishnob Sei Jon: