তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাবো কত্দুরে এখনো
তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাবো কত্দুরে এখনো
আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে
তুমি কেন এলে জানি না এখনো
ফন্দী আঁটে মন পালাবার, বন্দী আছে কাছে সে তোমার
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
হল শুরু সাতদিনে এই খেলাধুলো রাতদিনে
জানি বারণ করার সাধ্যি নেই আর আমার
তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি বারে বার
বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি ইচ্ছে মতো আমাকে সাজাও
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাবো
আমার কাছে কারণেরা আছে নিজেকে আমি খুঁজেই নেবো
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
Film: Gangster (2016)
Song: Tomake ChaiPresenter: Shrikant Mohta
Produced by: Shree Venkatesh Films
Direction: Birsa Dasgupta
Music: Arindom
Singer: Arijit Singh
Lyrics: Prasen
Starring: Yash Dasgupta, Mimi Chakraborty
Video from YouTube for Tomake Chai :