Featured Video Play Icon

Ke Ami Kothay | কে আমি কোথায়

Ek Je Chhilo Raja (2018)

হাজার অতীত জন্ম-দাগের মতো
ফুটে থাকে তারায় তারায়।
কে যেন ছিলাম, মনে তো পড়ে না
ছায়াপথ শরীরে হারায়।
কে আমি কোথায়!
কে আমি কোথায়!
কে আমি কোথায়!
কে আমি কোথায়!

আমি কি আমি, না অন্য কেউ?
একই মুখ বহু ঠিকানায়।
এসেছি যেমন, মিশে যাবো ঠিক
মাটি, জল, আগুন, হাওয়ায়।
প্রতি জনমে এক নতুন সে দিন
পুরনো তারিখ খুঁজে পায়।
বহু পথিকের একই পায়ে হাঁটা
এ আমির গল্প শোনায়
কে আমি কোথায়!
কে আমি কোথায়!
কে আমি কোথায়!
কে আমি কোথায়!

Song: Ke Ami Kothay
Movie: Ek Je Chhilo Raja (2018)
Artist: Arijit Singh
Director: Srijit Mukherji
Music Director: Indraadip Das Gupta
Lyricist: Srijato Bandyopadhyay
Cast : Jisshu U Sengupta, Jaya Ahsan, Aparna Sen, Anjan Dutt, Anirban Bhattacharya, Rudranil Ghosh, Rajnandini Paul, Barun Chanda & Others

Video from YouTube for Ke Ami Kothay:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *