Male Version:
আ আ
আমি কি তোমায় খুব বিরক্ত করছি,
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেন লেগে থাকি একটা কোণায়।
আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেন লেগে থাকি একটা কোণায়।
তুমি বলে দিতে পারো তা আমায়,
চিঠি লিখব না এই ঠিকনায়।
আমারও তো মন ভাঙে, চোখে জল আসে,
আর অভিমান আমারও তো হয়।
অভিমান আমারও তো হয়।
যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি ঐ খুলে রাখা কানের দুল
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে।
এত কথা বলি, পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুঁতে পারে না।
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে,
কই তোমার তো চোখে পড়ে না।
এত কথা বলি, পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুঁতে পারে না।
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে,
কই তোমার তো চোখে পড়ে না।
তাহলে কি আমি কেউ নই,
যেন অজানা ভাষায় লেখা বই।
আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগ টা পাচ্ছি কই।
আমি সুযোগটা পাচ্ছি কই।
যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি ঐ খুলে রাখা কানের দুল
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে।
আমি কি তোমায় খুব বিরক্ত করছি-
Female version:
আমি কি তোমায় খুব বিরক্ত করছি,
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেন লেগে থাকি একটা কোণায়।
আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেন লেগে থাকি একটা কোণায়।
তুমি বলে দিতে পারো তা আমায়,
চিঠি লিখব না এই ঠিকনায়।
আমারও তো মন ভাঙে, চোখে জল আসে,
আর অভিমান আমারও তো হয়।
অভিমান আমারও তো হয়।
যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে।
এত কথা বলি, পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুঁতে পারে না।
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে,
কই তোমার তো চোখে পড়ে না।
তাহলে কি আমি কেউ নই,
যেন অজানা ভাষায় লেখা বই।
আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগটা পাচ্ছি কই।
আমি সুযোগটা পাচ্ছি কই।
যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে।
আমি কি তোমায় খুব বিরক্ত করছি-
Song: Lokhkhiti
Movie: Drishtikone (2018)
Director: Kaushik Ganguly
Artist: Anupam Roy (Male version) Paloma Majumder(Female Version)
Lyrics: Anupam Roy
Music: Anupam Roy
Star Casting: Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Churni Ganguly, Kaushik Sen, Kaushik Ganguly and Soham Majumder
Video from YouTube for Lokhkhiti: