এসো প্রাণভরণ দৈনহরণ হে
এসো প্রাণভরণ দৈনহরণ হে।
বিশ্বভুব পরম স্মরণ হে।
এসো প্রাণভরণ দৈনহরণ হে।
জ্যোতিপূর্ণ করো হে গগন, সুধা গন্ধে ভরো হে পবন
জ্যোতিপূর্ণ করো হে গগন, সুধা গন্ধে ভরো হে পবন
গড় চিত্তভবন শান্তিসদন দুঃখ বিঘ্ন তরণ হে।
এসো প্রাণভরণ দৈনহরণ হে।
তব কৃপা করুণার কণিকা করো হে দান,
অন্তর হোক অক্ষয় সুখে চির সম্পদবান।
তব কৃপা করুণার কণিকা করো হে দান,
অন্তর হোক অক্ষয় সুখে চির সম্পদবান।
প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে
প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে।
হোক জীবন ধন্য এসো অনন্য বাড়াও শান্ত চরণ হে।
এসো প্রাণভরণ দৈনহরণ হে।
Song: Eso Pranbhoron
Film: Dadar Kirti (1980)
Artist: Arati Mukherjee, Gouri Ghosh
Director: Tarun Majumdar
Lyrics: Pulak Bandopadhyay
Music: Hemanta Mukherjee
Star Casting: Mahua Roychoudhury, Tapas Paul, Debashree Roy, Ayan Banerjee, Sandhya Roy, Ruma Guha Thakurta, Anup Kumar
I feel there is a spelling mistake in the word “sampado-ban”, as follows:
1. It is a single word
2. The ‘n’ used in “-ban” should be ‘danto-n’ instead of ‘murdha-n’
Regards.
আপনাকে অসংখ্য ধন্যবাদ। গানের কথা ঠিক করে দেওয়া হয়েছে।
can you confirm which taal is played on this song?