মনে মেঘ জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে।
মনে মেঘ জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে।
চিন্তা তে তোর, কাটছে প্রহর
শান্তি নেই এই যন্ত্রণার।
মন মাঝি রে, বল না কোথায়
মন মাঝি রে,
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়।
একা রাত বাকা চাঁদ
লাগেনা ভালো রে আর ও-
নেই রোদ নেই রং
জানি নাই কিচ্ছুই করার ও।
একা রাত বাকা চাঁদ
লাগেনা ভালো রে আর
নেই রোদ নেই রং
জানি নাই কিচ্ছুই করার।
পরছে মনে মুখের আদল
ভাঙ্গে বুক ভাঙছে পাহাড়।
মন মাঝি রে, বল না কোথায়
মন মাঝি রে,
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়।
নিজেকেই মনে হয় বলে দিই
এ সবই ভুল ও-
ঝরে যাক পড়ে যাক
আদরে ফোটানো ফুল।
হে ই এএ হে ই এএ
নিজেকেই মনে হয় বলে দিই
এ সবই ভুল।
ঝরে যাক পড়ে যাক
আদরে ফোটানো ফুল।
চিন্তাতে তোর কাটছে প্রহর
শান্তি নেই এ যন্ত্রনার।
মন মাঝি রে, বল না কোথায়
মন মাঝি রে,
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়।
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়।
Song: Mon Majhi Re
Artist: Arijit Singh
Movie: Boss (2013)
Director: Baba Yadav
Music Director: Jeet Ganguly
Lyricist: Prosen
Stra Casting: Jeet, Subhasree Ganguly
Video from YouTube for mon majhi re :