ওরে ও ভাবের নাগরী
নবীন বয়াসে যৌবন দুধ কলাতে পোষা সাপ
আরে ও রসের নাগরা আ
সেই সাপ ছোবল দিলেও
তার যে সাত খুন মাপ
ওরে ও ভাবের নাগরী
নবীন বয়াসে যৌবন দুধ কলাতে পোষা সাপ
তোমার প্রেমের এমনি জ্বালা
কারো কাছে যায় না বলা
মন করে আনচান
হায় রে শিমুলের তুলা যেমন বাতাসে উড়ে গো
হায় রে শিমুলের তুলা যেমন বাতাসে উড়ে গো
তুমি তেমনি উড়াও আমার প্রাণ
ওরে ও ভাবের নাগরী
নবীন বয়াসে যৌবন দুধ কলাতে পোষা সাপ
খা খা খা ওই রাক্ষসীকে খা
ওই পোড়ামুখী কে খা
সোনার সংসারেতে আগুন জ্বালায়ে সে ঘুরছে
ওই যা বলার বল না আমায়
খালি কেন দোষ রে ওকে
ও মাগীর ঝেঁটিয়ে আমি বিষ ঝারবো
দেখ তুই নিজের চোখে
ঝার দেখি ঝার দেখি ঝার দেখি কেনে
ও বড়ো বাড় বেড়েছে তোর
তোকেও অমি ছাড়বো না তো
গায়ে হাত পড়লে যে ওর
ঠিক আছে টাকলা মিনষে
আগে তুই আয় না বাড়ী
আমি ও দেখাচ্ছি কি করতে পারি
খা খা খা ওই রাক্ষসীকে খা
ওই পোড়ামুখী কে খা খা খা
তোমায় ভালোবেসে পেলাম নাতো
এ জ্বালা সইবো হাসি মুখে
নাগর ঘরে ফিরে বৌয়ের সাথে
থাকো তুমি সুখে
ও তোমার বিহা করা বৌ
হুহ বৌ ? স্ত্রী? বটে
বৌ হওয়া কি ওতোই সোজা কজনই বা জানে
বৌ হওয়া কি ওতোই সোজা আরে কজনই বা জানে
বৌ বলতে কি যে বোঝায় কি যে তাহার মানে
বৌ হওয়া কি ওতোই সোজা কজনই বা জানে
শোনেন দিদিরা বোনেররা মায়েরা
বৌ হওয়া কি ওতোই সোজা কজনই বা জানে
এরা নারী অহংকারী ঝগড়া জনে জনে
এরা নারী অহংকারী ঝগড়া জনে জনে
দয়া মায়ার ধার ধারে না হিংসা শুধু মনে
বৌ হওয়া কি ওতোই সোজা কজনই বা জানে
বাজাও ঘা
এরা নারী ভোরবেলাতে দেয় না গোবর ছরা
এরা নারী ভোরবেলাতে দেয় না গোবর ছরা
পতির সুখে হয় না সুখী জানে কোন্দল করা
বৌ হওয়া কি ওতোই সোজা কজনই বা জানে
এরা নারী পাড়া বেড়ায় পতির আগে খায়
এরা নারী পাড়া বেড়ায় পতির আগে খায়
সাঁঝের প্রদীপ না জ্বেলে যে সুখে নিদ্রা যায়
আমার মেমরোজটা এনতেটেই এই রকম
মুখপোড়া মিনসে রাতবিরেতে নেশা ভান করে ঘরে ফিরবে
তোর জন্যে কি সতীলক্ষী বসে থাকবে নাকি
এই চোপ চোপ
তুই চোপ
কি হল গোল কিসের গান গান
আরে বাজা রে ভাই
স্ত্রী হল পতির শক্তি পতির দেহ প্রাণ
স্ত্রী হল পতির শক্তি পতির দেহ প্রাণ
সাবিত্রী যে কেমন স্ত্রী জানতো সত্যবান
বলেননা ঠাম্মা আপনি ই বলেন
স্ত্রী হওয়া কি ওতোই সোজা কজনই বা জানে
শুনলে তুমি সতীলক্ষী স্ত্রী বলে কারে
শুনলে তুমি সতীলক্ষী স্ত্রী বলে কারে
এই সংসারেতে কজন ই বা স্ত্রী হতে পারে
বৌ হওয়া কি ওতোই সোজা কজনই বা জানে
Song: O Bhaber Nagari
Movie: Bonpalasir Padabali (1972)
Artist: Manna Dey, Swapna Dasgupta
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder
Director: Uttam Kumar
Star Casting: Uttam Kumar, Supriya Devi, Basabi Nandy, Anil Chatterjee, Bikash Roy, Ketaki Dutta
Video from YouTube for O Bhaber Nagari :