না রে না,
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়|
না রে না,
কারো ধার ধরে না,
দিন আমার যাচ্ছে ভালই মিষ্টি যন্ত্রনায়|
বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি,
ওয়ে গলিতে পাড়াতে ডাকেতে সারাতে দাঁড়াতে দাঁড়াতে ভালবাসি,
আমি তো ফ্রী-তেই নাজেহাল,
এক ললনা করেছে ইন্দ্রজাল,
কে সামলায়ে আমায়ে এই অবস্থায়|
না রে না,
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়|
পরেছি ভালোবাসায়,
আর কে আমাকে পায়,
আমিও এবার পার্কে বেড়াবো কখনো বা সিনেমায়|
অটোতে বাসেতে সিট,
পাশাপাশি হবে ফিট,
আমিও এবার রকিং রোমিও করবো মন যা চায়|
ও দেখোনা অফিসে হচ্ছে লেট,
হযেছি প্রেমেতে গ্রাজুয়েট,
কে সামলায়ে আমায়ে এ অবস্থায়|
না রে না,
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়|
দুরু দুরু চোখে চায়,
কত কি যে বলে যায়,
যেই না হেসেছে সেই তো ফেঁসেছি আমি মাঝ গঙ্গায়|
চাপা চাপা ঠোঁটে তার,
ট্র্যাকসুটে তলোয়ার,
মনে হয় শুনি যা বলে এখুনি ফিদা হয়ে গেছি হায়|
হোয়ে আমি তো ফ্রী-তেই নাজেহাল,
এক ললনা করেছে ইন্দ্রজাল,
কে সামলায়ে আমায়ে এই অবস্থায়|
না রে না,
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায় |
না রে না,
কারো ধার ধরে না,
দিন আমার যাচ্ছে ভালই মিষ্টি যন্ত্রনায়|
বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি,
ওয়ে গলিতে পাড়াতে ডাকেতে সারাতে দাঁড়াতে দাঁড়াতে ভালবাসি,
আমি তো ফ্রী-তেই নাজেহাল,
এক ললনা করেছে ইন্দ্রজাল,
কে সামলায়ে আমায়ে এই অবস্থায় |
না রে না,
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায় |
Song: Na Re Na
Artist: Arijit Singh
Movie: Bojhena Se Bojhena (2012)
Star Casting: Soham, Mimi Chakraborty, Abir Chatterjee, Payel Sarkar
Producer: Shree Venkatesh Films
Director: Raj Chakraborty
Music: Arindom
Lyrics: Prosen
Video from YouTube for na re na :