বড়ো ইচ্ছে করছে ডাকতে তার গন্ধ মেখে থাকতে
কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়
তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়
বোঝে না সে বোঝে না
বোঝে না সে বোঝে না
বোঝে না সে বোঝে না
বোঝে না বোঝে না বোঝে না
বোঝে না বোঝে না বোঝে না
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনা
তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়
সব স্বপ্ন সত্যি হয় কার
তবু দেখতে দেখতে কাঁদছি
আর হাঁটছি যেদিকে আমার দুচোখ যায়
বোঝে না সে বোঝে না
বোঝে না সে বোঝে না
বোঝে না সে বোঝে না
বোঝে না বোঝে না বোঝে না
বোঝে না বোঝে না বোঝে না
আছে সঙ্গে সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে
মন গুমরে গুমরে মরছে কি উপায়
জানি স্বপ্ন সত্যি হয় না তবু মন মানতে চায় না
কোনো এমন রাত্রি নামছে জানালায়
বোঝে না সে বোঝে না সে
এটা গল্প হলেও পারতো পাতা একটা আধটা পড়তাম
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে
জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা
ফের চলে যাবে করে একলা আমাকে
বোঝে না সে বোঝে না
বোঝে না সে বোঝে না
বোঝে না সে বোঝে না
বোঝে না সে বোঝে না
বোঝে না বোঝে না বোঝে না
বোঝে না বোঝে না বোঝে না
Film : Bojhena Se Bojhena (2012)
Song: Bojhe na Se Bojhe na
Starring : Soham, Mimi Chakraborty, Abir Chatterjee, Payel Sarkar
Producer : SVF Entertainment Pvt. Ltd
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Direction : Raj Chakraborty.
Music: Indraadip Dasgupta.
Singer : Arijit Singh
Lyrics : Prasen
Video from YouTube for Bojhe Na Se Bojhe Na :