দোলে দোদুল দোলে ঝুলনা ।
দোলে দোদুল দোলে ঝুলনা ।
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা ।
দোলে রাই দোলে ঝুলনা ।
দোলে দোদুল নাই তুলনা তুলনা ।।
রাধার আধরে জাগে হাসি ।
রাধার আধরে জাগে হাসি ।
কহিছে ডেকে শ্যামের বাঁশি ।
কহিছে ডেকে শ্যামের বাঁশি ।
এ লগন রাই ভুল না ।।
ধা নি পা নি সা রে-
নি-সা-গারে মা গা পা –
পা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা
দোলে শিখি পাখা দোলে সুখ-সারি
ময়ূরী দোলে প্রেম অভিসারি ।
এ রাতের নাই তুলনা
এ লগন রাই ভুলনা ।।
মাধব কহিছে ওগো রাধা–
তুমি আমি একই সুরে বাঁধা
ওগো- তুমি আমি একই সুরে বাঁধা ।
এ বাঁধন কভু খুলনা ।।
Song: Dole Dodul Dole Jhulona
Movie : Deya Neya (1963)
Artist : Shyamal Mitra, Manabendra Mukherjee
Music Director : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Starcast : Uttam Kumar, Tanuja, Pahari Sanyal, Chhaya Debi, Tarun Kumar, Lili Chakraborty, Kamal Mitra, Jahar Roy
Video from YouTube for Dole Dodul Dole Jhulona :