আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়।
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়।
যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়।
ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়।
মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে,
শিখল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে,
যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়।
আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়
আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়।
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথের পথের বাঁকে নেইকো আপন পর।
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথের পথের বাঁকে নেইকো আপন পর।
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুনে কি?
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি?
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়।
আর ভালোবাসার পান্না হীরে কুড়িয়ে নিবি আয়।
এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়।
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়।
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়।
জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়।
Song: Aj jibon khunje pabi
Artist and Composer: Bhupen Hazarika
Lyricist: Shibdas Banerjee
Video from YouTube for Aj jibon khunje pabi :