এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি
জাফরানি ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে
মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি
এই রূপসী রাত আর ওই রুপালি চাঁদ বলে জেগে থাকো
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো
মখমলের ওই সুজনী ঘাসে বসলে না হয় একটু পাশে
মনে হয় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি
ও এসো না গল্প করি
Song: E Mom Jochonai
Artist: Aarti Mukherji
Lyricist: Gouriprasanna Majumder
Video from YouTube for E Mom Jochonai :