Featured Video Play Icon

Nishi Rat Banka Chand | নিশি রাত বাঁকা চাঁদ

Prithibi Aamare Chaay (1957)

এই নিশি রাত
নিশি রাত – বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ বাতাসে-এ,
নিশি রাত – বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ বাতাসে-এ,
নিশি রাত।

ভাঙ্গা ঘরে দুদিনেরই খেলা ঘর,
হোক ভাঙ্গা, তবু এলো জোছনা,
ভাঙ্গা ঘরে দুদিনেরই খেলা ঘর,
হোক ভাঙ্গা, তবু এলো জোছনা,
ফুলে ফুলে ছেয়ে গেলো বালুচর,
স্বপ্ন বাসর করি রচনা।
এ জীবনে যতটুকো চেয়েছি
মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি-ই,
নিশি রাত – বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ, বাতাসে-এ,
নিশি রাত।

জীবনেরও পথে পথে চলিতে,
যতো আশা গিয়েছিলো ফুরায়ে,
জীবনেরও পথে পথে চলিতে,
যতো আশা গিয়েছিলো ফুরায়ে,
গজমতির হার যেনো ধুলিতে,
ভিখারীনি পেলো আজ কুড়ায়ে।
এ জীবনে যতটুকো চেয়েছি
মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি-ই,
নিশি রাত – বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ, বাতাসে-এ,
নিশি রাত – বাঁকা চাঁদ আকাশে।

Song: Nishi Rat Banka Chand
Film: Prithibi Aamare Chaay (1957)
Singer: Geeta Dutt
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Pranab Roy
Star Casting: Uttam Kumar, Mala Sinha, Pahari Sanyal, Asit Baran, Sandhya Debi

Video from YouTube for Nishi Rat Banka Chand :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *