Featured Video Play Icon

Bristi Thamar Seshe | বৃষ্টি থামার শেষে

Parabat Priya(1983)

বৃষ্টি থামার শেষে সোনালী আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনালী কাঠি ছোঁয়ালো।
বৃষ্টি থামার শেষে সোনালী আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনালী কাঠি ছোঁয়ালো।

সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি।
সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি।
নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছ​ড়ালো,ছ​ড়ালো,ছ​ড়ালো।
আলোর খবর পেয়ে, চমকে দেখি যে চেয়ে,
পাখিরা উঠেছে গেয়ে রাত্রি কখন পোহালো।

বৃষ্টি থামার শেষে সোনালী আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনালী কাঠি ছোঁয়ালো।

পেলাম কত কি আশা, না বলা কত কি ভাষা।
পেলাম কত কি আশা, না বলা কত কি ভাষা।
কত কি নতুন খুশী মনেতে কখন জ​ড়ালো জ​ড়ালো জ​ড়ালো।
আলোর খবর পেয়ে, চমকে দেখি যে চেয়ে,
পাখিরা উঠেছে গেয়ে রাত্রি কখন পোহালো।

বৃষ্টি থামার শেষে সোনালী আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনালী কাঠি ছোঁয়ালো।

Song: Bristi Thamar Seshe
Artist: Asha Bhosle
Movie: Parabat Priya(1983)
Director: Dipranjan Bose
Music Director: Ajay Das
Lyricist: Pulak Banerjee
Composer: Anupam Ghatak
Star Casting: Soumitra Bandyopadhyay, Deboshree Roy, Tapas Pal, Mahua Roychowdhury

Video from YouTube for Bristi Thamar Seshe:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *