ও সে হোক না কালো
আমার ভাল চোখে লেগেছে।
ও সে হোক না কালো
আমার ভাল চোখে লেগেছে।
বটগাছের আঠার মত
বটগাছের আঠার মত
জড়িয়ে ধরেছে।
ও সে হোক না কালো
আমার ভাল চোখে লেগেছে।
ও সে হোক না কালো
কালো আমার গিনিসোনা
পরের কাছে আর রাখবো না।
কালো আমার গিনিসোনা
কালো আমার গিনিসোনা
পরের কাছে আর রাখবো না।
ওগো টেরি কাটা কালো ছোঁড়া
পাগল করেছে।
আমায় টেরি কাটা কালো ছোঁড়া
টেরি কাটা কালো ছোঁড়া
টেরি কাটা কালো ছোঁড়া
পাগল করেছে।
হোক না কালো
আমার ভাল চোখে লেগেছে।
ও সে হোক না কালো
আমার ভাল চোখে লেগেছে।
বটগাছের আঠা
বটগাছের আঠার মত
জড়িয়ে ধরেছে।
ও সে হোক না কালো
আমার ভাল চোখে লেগেছে।
ও সে হোক না কালো
Song: O Se Hok Na Kalo
Artist: Ramkumar Chattopadhyay
Type: Tappa(টপ্পা)
Lyricist and Composer: Sridhar Katthwak
Video from YouTube for O Se Hok Na Kalo :