Featured Video Play Icon

Sobuj Pahar Dake | সবুজ পাহাড় ডাকে

Nirmala Mishra

ও হো হো হো ও ও ও
আ আ আ আ আ
হো হোহোহো হো হোহো হোহো হোহো
আ আ আ আ
হো হোহো হোহো হোহো
সবুজ পাহাড় ডাকে, আয় রে ছুটে আয়।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।
সবুজ পাহাড় ডাকে, আয় রে ছুটে আয়।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।
বাঁশি নিয়ে আয় রে, হাসি নিয়ে আয়।
বাঁশি নিয়ে আয় রে, হাসি নিয়ে আয়।
আজ কেউ কি ঘরে থাকে, আয় রে ছুটে আয়।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।

বন্ধ দুয়ার খুলে শোন রে ওরে সব,
অন্ধকারের বুকে আলোর কলরব, আলোর কলরব।
মনপাখিকে আপন করে কেউ কি ধরে রাখে।
মনপাখিকে আপন করে কেউ কি ধরে রাখে।
আজ কেউ কি ঘরে থাকে, আয় রে ছুটে আয়।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।
বাঁশি নিয়ে আয় রে, হাসি নিয়ে আয়।
বাঁশি নিয়ে আয় রে, হাসি নিয়ে আয়।
আজ কেউ কি ঘরে থাকে, আয় রে ছুটে আয়।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।

অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরাল।
যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো।
অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরাল।
যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো।
অন্তবিহীন সুরে ঝর্ণা উড়ে দান।
ছন্দ ঝরা দিনে কিসের অভিমান, কিসের অভিমান।
চন্দ্রসোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে।
চন্দ্রসোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে।
আজ কেউ কি ঘরে থাকে, আয় রে ছুটে আয়।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।

সবুজ পাহাড় ডাকে, আয় রে ছুটে আয়।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।
বাঁশি নিয়ে আয় রে, হাসি নিয়ে আয়।
বাঁশি নিয়ে আয় রে, হাসি নিয়ে আয়।
আজ কেউ কি ঘরে থাকে, আয় রে ছুটে আয়।
এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।

ও হো হো হো ও ও ও
আ আ আ আ আ
হো হোহোহো হো হোহো হোহো হোহো
আ আ আ আ
হা হাহা হাহা হো

Song: Sobuj Pahar Dake
Artist: Nirmala Mihsra
Lyricist: Pulak Bandyopadhyay
Composer: Bhupen Hazarika

Video from YouTube for Sobuj Pahar Dake :

https://youtu.be/wYE6bZLNcnY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *