তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
এই জীবন ছিল নদীর মত গতিহারা।
এই জীবন ছিল নদীর মত গতিহারা দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
আগে ছিল শুধু পরিচয়,
পরে হল মন বিনিময়।
আগে ছিল শুধু পরিচয়,
পরে হল মন বিনিময়।
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
আজ যখনই ডাকি, জানি তুমি দিবে সাড়া।
এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
গানে নতুন করে এল সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর।
গানে নতুন করে এল সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর।
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
বয়ে চলেছে যে তাই, ভালবাসার একধারা।
এই জীবন ছিল, নদীর মতো গতিহারা দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
আমি হয়ে গেছি তারা।
ও ও ও আমি হয়ে গেছি তারা।
song: Ogo Tomar Akash Duti Chokhe
Artist: Nirmala Mishra(1977)
Lyricist: Bhabesh Gupta
Composer: Rabindra Jain
Remake: Mahtim Shakib
Video from YouTube for Ogo Tomar Akash Duti Chokhe :