Featured Video Play Icon

Projapati Projapati Kothay Pele | প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে

Nazrul Geeti

প্রজাপতি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি

তুমি টুলটুলে বনফুলে মধু খাও
মোর বন্ধু হ​য়ে ওই মধু দাও মধু দাও
তুমি টুলটুলে বনফুলে মধু খাও
মোর বন্ধু হ​য়ে ওই মধু দাও মধু দাও
ওই পাখা দাও সোনালী রূপালী পরাগ মাখা
ওই পাখা দাও সোনালী রূপালী পরাগ মাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি

মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে
তোমার সাথে প্রজাপতি
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে
তোমার সাথে প্রজাপতি
তুমি হাওয়ায় নেচে নেচে যাও
আজি তোমার মত মোরে আনন্দ দাও
তুমি হাওয়ায় নেচে নেচে যাও
আজি তোমার মত মোরে আনন্দ দাও
এই জামা ভাল লাগে না
মোর এই জামা ভাল লাগে না
দাও জামা ওই ছবি আঁকা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি

Song: Projapati Projapati Kothay Pele
Type: Najrulgiti

https://www.youtube.com/watch?v=xD8Elum6izo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *