মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়।
বিহ্বল –চঞ্চল–পায়।
বিহ্বল –চঞ্চল–পায়।
খর্জুর–বীথির ধারে
সাহারা মরুর পারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরী–নটিনী নেচে যায়,
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরী–নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।
দুলে দুলে দূরে সুদূর।
দুলে দুলে দূরে সুদূর।
সুর্মা–পরা আঁখি হানে আস্মানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
সুর্মা–পরা আঁখি হানে আস্মানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল–দরদী নেচে যায়
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল–দরদী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।
দুলে দুলে দূরে সুদূর।
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়।
বিহ্বল –চঞ্চল–পায়।
বিহ্বল –চঞ্চল–পায়।
Song: Momer Putul Momir Desher Meye
Artist: Firoza Begum
Taal: Keherwa
Type: Nazrulgiti
Video from YouTube for Momer Putul Momir Desher Meye: