বারে বারে কে যেন ডাকে আমারে,
বারে বারে কে যেন ডাকে।
কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে
কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে
বারে বারে কে যেন ডাকে আমারে,
বারে বারে কে যেন ডাকে।
কিছু যেন বুঝি তার কিছু অজানা
যতবার ভুলে যাই মানে না মানা গো কিছু অজানা।
হাসির মায়া আনে মধু বেদনারে।
কার ছোঁওয়া লাগে যেন মনোবীণার তারে
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে
বারে বারে কে যেন ডাকে আমারে,
বারে বারে কে যেন ডাকে।
ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে
দোলনচাঁপার বুকে দোলা যে লাগে গো স্বপ্ন জাগে।
মন যেন খুঁজে পায় পাইনি যারে।
কার ছোঁয়া লাগে যেন মনোবীণার তারে
কি যেন সে খুঁজে মরে আকাশ পারে।
বারে বারে কে যেন ডাকে আমারে,
বারে বারে কে যেন ডাকে।
Song: Bare bare ke jeno dake
Artist: Manabendra Mukhopadhaya
Lyricist: Pabitra Mitra
Composer: Sailen Mukhopadhaya
Album name: Ami Eto J Tomay Bhalobesechi
Video from YouTube for Bare bare ke jeno dake :
https://youtu.be/rnAJif1YRKA