আমি এত যে তোমায় ভালোবেসেছি
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তবু মনে হয় সে যেন তো কিছু নয়
কেন আরো ভালোবেসে যেতে পারেনা হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই
তোমার অধরে ওগো যে হাসির মধুমায়া ফোটে ওই
তারা এই অভিমান বোঝেনা আমার
বলে তুমিতো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারেনা হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তুমি তো জানো না ওগো তোমার প্রানের ওই সুরের কাছে
আমার গানের বাণী আহত পাখির মত লুটায়ে আছে
তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে
যে মাধুরি দিয়ে মোর শুন্য জীবন তুমি ভরালে
তারা এই দীনতাটুকু দেখেনা আমার
বলে তুমিতো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারেনা হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি।
Song: Ami Eto J Tomay
Singer and Composer: Manabendra Mukhopadhyay
Lyricist: Shyamal Gupta
Album: Ami Eto J Tomay Bhalobesechi
Video from YouTube for Ami Eto J Tomay :
nic song