Featured Video Play Icon

Tomay poreche mone | তোমায় পরেছে মনে

Kishore Kumar

তোমায় পরেছে মনে আবার শ্রাবণ দিনে,
একলা বসে নিরালায় হায়।
তোমায় পরেছে মনে আবার শ্রাবণ দিনে,
একলা বসে নিরালায় হায়।
তোমায় পরেছে মনে-

ভিজে যাওয়া বরষার হাওয়া,
কেন নিয়ে এল বেদনার খেয়া।
ভিজে যাওয়া বরষার হাওয়া,
কেন নিয়ে এল বেদনার খেয়া।
মেঘলা মনের কিনারায় হায়।
নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়।
তোমায় পরেছে মনে আবার শ্রাবণ দিনে
একলা বসে নিরালায় হায়।
তোমায় পরেছে মনে-

মন সরসীতে কত ফুটেছে কমল​,
মনমধুকর তাই হ​য়েছে পাগল​।
মন সরসীতে কত ফুটেছে কমল​,
মনমধুকর তাই হ​য়েছে পাগল​।
মিলন পিয়াসী মন জাগে,
কাঁচের পেয়ালা ভরে অনুরাগে।
কুহেলী ঘেরা এই বরষায় হায়।
নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়।
তোমায় পরেছে মনে আবার শ্রাবণ দিনে
একলা বসে নিরালায় হায়।
তোমায় পরেছে মনে।
তোমায় পরেছে মনে।

Song: Tomay poreche mone
Artist: Kishore Kumar
Album: Aamar Pujar Phool
Music Director: Manohari Singh (Basu-Manohari)
Lyricist: Mukul Dutt

Video from YouTube for Tomay poreche mone:
https://www.youtube.com/watch?v=R62nVSxFzO0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *