Featured Video Play Icon

Sei Rate Raat Chilo Purnima | সেই রাতে রাত ছিল পূর্ণিমা

Kishore Kumar

সেই রাতে রাত ছিল পূর্ণিমা,
রঙ ছিল ফাল্গুনী হাওয়াতে।
সেই রাতে রাত ছিল পূর্ণিমা,
রঙ ছিল ফাল্গুনী হাওয়াতে।
সব ভাল লাগছিল চন্দ্রিমা,
খুব কাছে তোমাকে পাওয়াতে।

মন খুশি উর্বশী সেই রাতে,
সুর ছিল গান ছিল এই প্রাণে।
ঐ দু’টি হাত ছিল এই হাতে,
কি কথা বলছিলে মন জানে।
সব ভাল লাগছিল তুমি ছিলে তাই,
মন ছিল মনেরই ছায়াতে।
সেই রাতে রাত ছিল পূর্ণিমা,
রঙ ছিল ফাল্গুনী হাওয়াতে।
সব ভাল লাগছিল চন্দ্রিমা,
খুব কাছে তোমাকে পাওয়াতে।

যু যু যু উ উ
যু যু যু উ উ
যু যু যু উ উ উ

রাত আসে রাত চলে যায় দূরে,
সেই স্মৃতি ভুলতে কি আজ পারি।
পুরানো দিন আছে মন জুড়ে,
ভালবাসা হয়েছে ভিখারী।
ধূপকাঠি মন জ্বলে একা একা তাই,
সেই তুমি নেই তুমি নেই সাথে।
সেই রাতে রাত ছিল পূর্ণিমা,
রঙ ছিল ফাল্গুনী হাওয়াতে।
সব ভাল লাগছিল চন্দ্রিমা,
খুব কাছে তোমাকে পাওয়াতে।

Song: Sei Rate Raat Chilo Purnima
Artist: Kishore Kumar
Album: Dake Loke Amake Clown (Puja Album) (1986)
Music Director: Kishore Kumar
Lyricist: Shibdas Bandyopadhyay

Video from YouTube for Sei Rate Raat Chilo Purnima :
https://youtu.be/5wOmqB5PAko

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *