Featured Video Play Icon

E Kon Sakal | এ কোন সকাল

Jatileswar Mukhopadhyay

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার-
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!
ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি পাখির কূজন নাকি হাহাকার।
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!

রাত্রি সে তো স্বভাবে মলিন তাকে সয়ে থাকা যায়
তাকে সয়ে থাকা যায়-
ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়।
রাত্রি সে তো স্বভাবে মলিন তাকে সয়ে থাকা যায়
ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়।
সে ভোর অন্ধ হল নিজেই এখন
সে ভোর অন্ধ হল কি হবে এখন
তার যে কথা ছিলো আলো দেবার।
ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি পাখির কূজন নাকি হাহাকার।
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!

আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো।
আজ থেকে বুঝি আমার দিনের আকাশ-পথ হারালো।
আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো।
আজ থেকে বুঝি আমার দিনের আকাশ-পথ হারালো।
আমার দিনের আকাশ-পথ হারালো।
সূর্যটাকে কি জানি কি ভেবে চেয়ে দু’হাতে নিয়ে
দু’হাতে নিয়ে-
জ্বেলে আবার সে গেছে নিভিয়ে।
সূর্যটাকে কি জানি কি ভেবে চেয়ে দু’হাতে নিয়ে
জ্বেলে আবার সে গেছে নিভিয়ে।
যাবার সময় গেছে তাকে মাড়িয়ে
যাবার সময় গেছে তাকে মাড়িয়ে
জ্বলতে না পারে যেন কখনো আবার।
সে জ্বলতে না পারে যেন কখনো আবার।
ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি পাখির কূজন
ও কি পাখির কূজন নাকি হাহাকার।
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!

Song: E Kon Sakal
Artist: Jatileswar Mukhopadhyay
Lyricist and Composer: Jatileswar Mukhopadhyay

Video from YouTube for E Kon Sakal:
https://www.youtube.com/watch?v=CFxJlHi5C7w

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *