আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ।
আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ।
জোট বাঁধো তৈরী হও যুদ্ধ নয় তোলো আওয়াজ
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীপ।
উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ।
সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীপ।
উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ।
এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্নভিন্ন আজ।
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
যুদ্ধবাজ জাত যত আজ দেখায় রক্তচোখ
প্রেম প্রীতি আর স্নেহে ভাঙতে চায় শিল্পলোক।
যুদ্ধবাজ জাত যত আজ দেখায় রক্তচোখ
প্রেম প্রীতি আর স্নেহে ভাঙতে চায় শিল্পলোক।
সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকা
বিশ্বাসের হাওয়াতে বারুদের বিষ ছড়ায়।
সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকা
বিশ্বাসের হাওয়াতে বারুদের বিষ ছড়ায়।
হিংসা নয়, যুদ্ধ নয় ফুল ফোটাও গন্ধরাজ
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ।
আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ।
জোট বাঁধো তৈরী হও যুদ্ধ নয় তোলো আওয়াজ
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
তোলো আওয়াজ তোলো আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ।
Song: Aaj Joto Juddho Baaj
Lyricist: Shivdas Bondhopaydhai
Composer: V. Balsara
Type: Ganasangeet
Video from YouTube for Aaj Joto Juddho Baaj :
https://www.youtube.com/watch?v=T4Upvwt7uo4
Nice