Featured Video Play Icon

Modhur Modhur Chaoni | মধুর মধুর চাওনি

Bhumi

মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে

পিড়ীত আমার আমবাগানে বুক চাপড়ায় মরে রে
পিড়ীত আমার আমবাগানে বুক চাপড়ায় মরে রে
ব্যাঁকা ঠোঁটের হাসি রে তোর
কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
কন্যা গেলি কই
ও কন্যা গেলি কই
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
আমি, আমের আঠির ভেঁপু নিয়ে কেষ্ট সেজে রই রে কন্যে

প্যাঁচা চেঁচায় আমায় দেখে
বাঁদর দাত ক্ষ্যাচায় রে
প্যাঁচা চেঁচায় আমায় দেখে
বাঁদর দাত ক্ষ্যাচায় রে
প্যাঁচা চেঁচায় আমায় দেখে
প্যাঁচা চেঁচায় আমায় দেখে
বাঁদর দাত ক্ষ্যাচায় রে
প্যাঁচা চেঁচায় আমায় দেখে
বাঁদর দাত ক্ষ্যাচায় রে
কন্যে স্বস্তি নাই
ও কন্যে স্বস্তি নাই
বিঁধুক হাজার কাঁটা তবু গোলাপ আমার চাই রে কন্যে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে

আমের ডালের ফাঁকে বসে
কাঠবেড়ালী মুচকি হাসে
আমের ডালের ফাঁকে বসে
কাঠবেড়ালী মুচকি হাসে
আমের ডালের ফাঁকে বসে
আমের ডালের ফাঁকে বসে
কাঠবেড়ালী মুচকি হাসে
কন্যা হলেম ছাই
ও কন্যা হলেম ছাই
আগুন লাগায় দিলি এবার কি করি উপায় রে কন্যে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে

পিড়ীত আমার আমবাগানে বুক চাপড়ায় মরে রে
পিড়ীত আমার আমবাগানে বুক চাপড়ায় মরে রে
ব্যাঁকা ঠোঁটের হাসি রে তোর
কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
মধুর মধুর চাওনি রে তোর কন্যা আমার হৃদপিন্ড
তিরিং বিরিং করে রে
তিরিং বিরিং করে রে
তিরিং বিরিং করে রে

Song: Modhur Modhur Chaoni
Band: Bhumi
Artist: Surojit Chatterjee
Lyricist: Surojit Chatterjee
Composer: Surojit Chatterjee

Video from YouTube for Modhur Modhur Chaoni :
https://www.youtube.com/watch?v=c-rRBInE0sw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *