পরেছি চাঁপা ডুরে শাড়ি,
আর খোঁপাটি বাহারি গো খোঁপাটি বাহারি।
দুহাতে রেশমি চুড়ি পরেছি
দুহাতে রেশমি চুড়ি পরেছি,
আমি কি ভালবেসে মরেছি
আমি কি ভালবেসে মরেছি।
মিষ্টি মহুয়া নেশা মাতাল হাওয়াতে
মিষ্টি মহুয়া নেশা মাতাল হাওয়াতে,
ছুঁয়ে ছুঁয়ে যায় ও চায় মন ভোলাতে
ছুঁয়ে ছুঁয়ে যায় ও চায় মন ভোলাতে।
আমি জ্বলি ফাগুনের আগুনে
আমি জ্বলি ফাগুনের আগুনে।
বল না কি দোষ আমি করেছি।
পাপী পাপিয়া ডাকে পিয়ালের বনে
পাপী পাপিয়া ডাকে পিয়ালের বনে,
লাজ আমার কান পেতে পিয়া নাম শোনে
লাজ আমার কান পেতে পিয়া নাম শোনে।
অদেখা অচেনা সে অধরা
অদেখা অচেনা সে অধরা।
বল না আমি কি ধরা পরেছি,
বল না কি ধরা আমি পরেছি।
পরেছি চাঁপা ডুরে শাড়ি,
আর খোঁপাটি বাহারি গো খোঁপাটি বাহারি।
দুহাতে রেশমি চুড়ি পরেছি
দুহাতে রেশমি চুড়ি পরেছি,
আমি কি ভালবেসে মরেছি
আমি কি ভালবেসে মরেছি।
Song: Porechi Chapa Dure Sari
Artist: Banashree Sengupta
Lyricist: Shyamal Gupta
Video from YouTube for Porechi Chapa Dure Sari :
https://www.youtube.com/watch?v=N4lf9eF5LGc