Featured Video Play Icon

Ei Baluka Belai | এই বালুকা বেলায়

Shesh Porjonto (1960)

এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগারের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম
এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগারের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম

কেন তবু বারে বারে ভুলে যায়
কেন তবু বারে বারে ভুলে যায়
আজ মোর কিছু নাই
ফুলের এ বালুচরে যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোনও দাম
আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম

এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগারের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম

এই সাগরের কতো রূপ দেখেছি
কখন শান্ত রূপে কখনবা আশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি
এই সাগরের কতো রূপ দেখেছি
কখন শান্ত রূপে কখনবা আশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি

মনে হয় এ তো নয় বালুচর
মনে হয় এ তো নয় বালুচর
আশা তাই বাঁধে ঘর
দাঁড়ায়ে একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে
এ গোনার নেই যে বিরাম
দাঁড়ায়ে একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে
এ গোনার নেই যে বিরাম
আজ সব কিছু দিয়ে আমি
জানি না তো কি যে পেলাম

এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগারের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম

Song: Ei Baluka Belai
Movie: Sesh Porjonto (1960)
Artist : Hemanta Mukhopadhyay
Director: Sudhir Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Star Casting: Biswajeet, Chhabi Biswas, Tarun Kumar, Tulsi Chakraborty

Video from YouTube for Ei Baluka Belai :

https://www.youtube.com/watch?v=S1ih3wnZUlo

Please scroll to 18:17 min.

https://www.youtube.com/watch?v=QVR2ZiNW3bQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *