কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বার বার মরে যায় যারা।
না না,
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বার বার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে;
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে।
সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে;
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে।
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো তোমারি দু’হাতে গেছি মরে
বাসতে বাসতে ভালো তোমারি দু’হাতে গেছি মরে।
আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়াপথ ধরে।
খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে।
না না,
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বার বার মরে যায় যারা।
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বার বার মরে যায় যারা।
নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধুসর কুয়াশা
বার বার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা।
নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধুসর কুয়াশা
বার বার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা।
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে।
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে।
চেনা কিশোরীর মতো আমাকে নানান নামে ডাকে।
না না কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে, বার বার মরে যায় যারা।
Song: Kichchu Chaini Ami
Movie: Shah Jahan Regency (2019)
Artist: Anirban Bhattacharya
Lyricist: Dipangshu Acharya
Composer: Prasen
Director: Srijit Mukherji
Star Casting: Swastika Mukherjee, Anirban Bhattacharya and others
Video from YouTube for Kichchu Chaini Ami :