তোমাকে বুঝি না প্রিয় বোঝো না তুমি আমায়
দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়
তোমাকে বুঝি না প্রিয় বোঝো না তুমি আমায়
দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়
গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী
খয়েরীর কুঁড়ির ফুল সূর্য খুঁজে বেড়ায়
হুম
তোমাকে জানি না প্রিয় জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়
তোমাকে জানি না প্রিয় জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়
দুচোখে তার পান্না বাহার
দুচোখে তার পান্না বাহার
কান্না জমায় কথায় কথায়
হুম
তোমাকে ডাকি না প্রিয় ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রুপোর মায়ায়
তোমাকে ডাকি না প্রিয় ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রুপোর মায়ায়
তুলোনাহীনা জলের কিনার
তোমার চুলের মত
আনমনে আঙুল ডোবায়
হুম
Movie Name: Projapoti Biskut (2017)
Song Name: Tomake Bujhina Priyo
Singer: Chandrani Banerjee
Music: Prasen Mukherjee
Lyrics: Ritam Sen
Directed by: Anindya Chattopadhyay
Presented by: Nandita Roy, Shiboprosad Mukherjee and Atanu
Raychaudhuri
Produced by: WINDOWS & GANPATI PRODUCTION
Video from YouTube for Tomake Bujhi Na Priyo :