অনেক জমানো ব্যথা বেদনা,
কি করে গান হল জানিনা।
অনেক জমানো ব্যথা বেদনা,
কি করে গান হল জানিনা।
কি করে গান হল জানিনা।
দিনে দিনে যাকে আমি সয়েছি, বুকে বয়েছি
সেই কি এ গানের প্রেরনা,
কি করে গান হল জানিনা।
কি করে গান হল জানিনা।
কখনো গাইনি আমি যে গান কোথাও,
সেই গান আজ গাইলাম,
আলোর আকাশে চাইলাম।
কখনো গাইনি আমি যে গান কোথাও,
সেই গান আজ গাইলাম,
আলোর আকাশে চাইলাম।
যে আলো ফোঁটায় সূর্যমুখী
মনে এল সেই সাধনা
কি করে গান হল জানিনা।
অনেক জমানো ব্যথা বেদনা
কি করে গান হল জানিনা।
এত আমি কাছে আছি তবু কোনদিন,
পারিনি তো কাছে আসতে,
স্বপ্ননের স্রোতে ভাসতে।
এত আমি কাছে আছি তবু কোনদিন,
পারিনি তো কাছে আসতে,
স্বপ্ননের স্রোতে ভাসতে।
বুঝেও কেন বুঝলনা সে
কি আমার শুভ কামনা।
কি করে গান হল জানিনা।
কি করে গান হল জানিনা।
অনেক জমানো ব্যথা বেদনা,
কি করে গান হল জানিনা।
কি করে গান হল জানিনা।
Song: Onek Jomano Batha Bedona
Artist: Kishore Kumar
Movie: Parabat Priya(1983)
Director: Dipranjan Bose
Music Director: Ajay Das
Lyricist: Pulak Banerjee
Star Casting: Soumitra Bandyopadhyay, Deboshree Roy, Tapas Pal, Mahua Roychowdhury
Video from YouTube for Onek Jomano Batha Bedona :