কি মিষ্টি দেখো মিষ্টি
কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল !
কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল !
সোনা ঝরছে, ঝরে পড়ছে কি মিষ্টি এ সকাল ।
নীল পাহাড়ের চূড়ায় চূড়ায়
আলোর আভায় লাল হয়েছে, মিষ্টি এ সকাল ।
সুর ঝর্ণা মানা মানে না
ডানা মেলে যায় উড়ে ময়না ।
সুর ঝর্ণা মানা মানে না
ডানা মেলে যায় উড়ে ময়না ।
মন পবনের দোলা লাগছে এ
কি মিষ্টি এ সকাল ।
কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল !
আমি শুনছি শুধু শুনছি
কানে মোহনের বাঁশী শুনছি ।
আমি শুনছি শুধু শুনছি
কানে মোহনের বাঁশী শুনছি ।
প্রেম যমুনার তীরে বসে বসে
মিলনের দিন গুনছি ।
মন ভোমরা কেন গায়না
মন যারে চায় কেন পায়না ।
মন ভোমরা কেন গায়না
মন যারে চায় কেন পায়না ।
দূরে দূরন্ত মোরে ডাকছে
কি মিষ্টি এ সকাল ।
কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল !
সোনা ঝরছে, ঝরে পড়ছে কি মিষ্টি এ সকাল !
কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল !
Song: Ki Misti Dekho Misti
Movie: Nayika Sangbad (1967)
Artist: sandhya mukherjee
Director: Agradoot
Screenplay: Prasanta Deb
Star Casting: Uttam Kumar, Anjana Bhowmick, Pahari Sanyal
Video from YouTube for Ki Misti Dekho Misti :
https://www.youtube.com/watch?v=ZYZza1tbB5E&feature=youtu.be