আমি গান শোনাবো একটি আশা নিয়ে
এ গান যেন তোমার ভাল লাগে
আমি রঙ ছড়াবো একটি তুলি দিয়ে
সে গান শুধু তোমার অনুরাগে
আমি গান শোনাবো একটি আশা নিয়ে
অনেক চাওয়ায় জানি কি চাইলাম
প্রাণের খেয়া কোন অকুলে বাইলাম
শুধু জানলাম স্রোতে ভাসলাম ভালোবাসলাম
আমি পথ হারাবো একটি প্রদীপ নিয়ে
যে দীপ জুরে তোমার আলো জাগে
আমি গান শোনাবো একটি আশা নিয়ে
আমার এই তো অহংকার
হার মানা হার তোমায় দিয়ে
পোরবো জয়ের হার
আমার এই তো অহংকার
অনেক বোঝায় এই তো শুধু বুঝবো
চির জনম তোমায় আমি খুঁজবো
আমি জানলাম আর মানলাম ভালোবাসলাম
আমি ডাক পাঠাবো একটি হৃদয় দিয়ে
যে মন দিয়ে কেউ ডাকেনি আগে
আমি গান শোনাবো একটি আশা নিয়ে
Song : Ami Gan Sonabo Ekti Asha Niye
Movie : Natun Jiban (1966)
Artist : Hemanta Mukherjee
Music Director : Rajen Sarkar
Director : Arabinda Mukherjee
Starcast : Sandhya Roy, Anil Chatterjee, Anup Kumar, Shobha Sen
Video from YouTube for Ami Gan Sonabo Ekti Asha Niye :