এই তো হেথায়ে কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটি দিন পাব
তোমায়ে আমায়ে হেসে খেলে
কাটিয়ে যাব দোঁহে
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটি দিন পাব
তোমায়ে আমায়ে হেসে খেলে
কাটিয়ে যাব দোঁহে
কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে
কাটবে প্রহর তোমার সাথে
হাতের পরশ রইবে হাতে
রইব যেদিন মুখোমুখি মিলন আগ্রহে
স্বপ্ন মধুর মোহে।
এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে
মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি
গুঞ্জরনের নীড়ে আসর ছড়িয়ে দেবে জানি।
অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে
জীবন মোদের যাবে ভরে রঙের সমারহে
স্বপ্ন মধুর মোহে।
এই তো হেথায়ে কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটি দিন পাব
তোমায়ে আমায়ে হেসে খেলে
কাটিয়ে যাব দোঁহে
স্বপ্ন মধুর মোহে
Song: Ei To Hethay
Film: Lukochuri (1958)
Singers: Kishore Kumar, Ruma Guha Thakurta
Director: Kamal Majumdar
Producer: Kishore Kumar
Star Casting: Kishore Kumar, Anup Kumar, Anita Guha, Mala Sinha
Music: Hemanta Kumar
Video from YouTube for Ei To Hethay :