কি উপহার সাজিয়ে দেব
গান আছে তাই শুনিয়ে যাব
অনন্ত আমারই গান
দুরন্ত আমারই প্রান
এইতো উপহার।
কি উপহার সাজিয়ে দেব
গান আছে তাই শুনিয়ে যাব
অনন্ত আমারই গান
দুরন্ত আমারই প্রান
এইতো উপহার।
ঐ আকাশের সূর্য তারা
ছড়ানো আমারি গান।
ঐ বাতাসের যাওয়া-আসায়
জড়ানো আমারি গান।
ঐ আকাশের সূর্য তারা
ছড়ানো আমারি গান।
ঐ বাতাসের যাওয়া-আসায়
জড়ানো আমারি গান।
সুর আমার সবুজ শাখায়
ফুলেরই বাহার।
এইতো উপহার।
কি উপহার সাজিয়ে দেবো-
বন্ধুজনের ভালোবাসায়
ধরানো আমারই গান।
স্বপ্ন ভরা চোখের তারায়
ঝরানো আমারই গান।
সুর আমার পরশ মনি
প্রাণেতে সবার।
এইতো উপহার।
কি উপহার সাজিয়ে দেবো
গান আছে তাই শুনিয়ে যাব
অনন্ত আমারই গান
দুরন্ত আমারই প্রান
এইতো উপহার।
Song: Ki Upohar Sajiye Debo
Artists: Kishore Kumar
Movie: Jiban Maran (1983)
Director: Sukhen Das
Star Casting: Sukhen Das, Sumitra Mukherjee, Bikash Roy, Robi Ghosh, Anup Kumar
Composer: Ajoy Das
Lyricist: Pulak Bandyopadhyay
Video from YouTube for Ki Upohar Sajiye Debo:
https://www.youtube.com/watch?v=0fukVUUxjrY