আমাকে টান মারে রাত্রি-জাগা নদী
আমাকে টানে গূঢ় অন্ধকার
আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায়
মধ্যরাত্রির বন্ধ দ্বার।
আমাকে টান মারে-
বাতাসে ছেঁড়া মেঘ, চাঁদের চারপাশে
সহসা দানা বাঁধে নীল সময়
বাইরে এসে দেখি পৃথিবী শুন্শান্
রাস্তাগুলি যেন আকাশময়।
আমাকে টান মারে-
প্রথম ডেকেছিল মধ্য কৈশোরে
পাগল করা এক ব্যথার দিন
শরীরে বেজেছিল সমর বিউগ্ল
প্রথম স্বপ্নেরা হলো স্বাধীন।
আমাকে টান মারে।
রাত্রি-জাগা নদী
আমাকে টান মারে।
শাসন বন্ধন তুচ্ছ হয়ে গেল
আমার চেনা পথ গোলক ধাঁধা
দৃষ্টি বিভ্রম সীমানা ছুঁয়ে যায়
খড়্গে কেটে দিই অলীক বাধা।
আমাকে টান মারে।
রাত্রি-জাগা নদী
আমাকে টান মারে।
Song: Smritir Shohor
Movie: Iti Mrinalini (2011)
Director: Aparna Sen
Star Casting: Aparna Sen, Konkona Sen Sharma, Priyanshu Chatterjee, Kaushik Sen, Rajat Kapoor
Music Director: Debojyoti Mishra
Lyricist: Sunil Gangopadhyay
Video from YouTube for Smritir Shohor :