Male version:
কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
তোর বাড়ির পথে সারি সারি সৈন্য
তোর বাড়ির পথে সারি সারি সৈন্য
যতটা লুকিয়ে কবিতায় –
তারও বেশি ধরা পড়ে যায় ।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই –
কিছুই বোঝা গেল না প্রায় ।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ।
কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরেএলাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদখাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
আমার মতে তোর মতন কেউ নেই ।
আমার মতে তোর মতন কেউ নেই ।
Female version:
কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই ।
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার
এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার
হয়ত নদীর কোনো রেশ
রাখতে পারিনি অবশেষ
অথবা খেলায় সব হাতগুলো
হারবার পরেও খেলেছি এক দান
বুঝিনি কিসের এতো টান
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ।
কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই ।
Film : Hemlock Society
Song : Amar Mote Tor Moton Keu Neia
Starring : Parambrata Chatterjee, Koel Mallick, Dipankar De, Roopa Ganguly
Producer : Shree Venkatesh Films.
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Direction, Script and Screenplay: Srijit Mukherji
Music and Lyrics: Anupam Roy
Singers : Lopamudra Mitra(Female Version), Anupam Roy(Male version)
Video from YouTube for Amar Mote Tor Moton Keu Nei :
juktir soyno na sari sari soino..