রাধে … রাধে…
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায় ?
একবার মন দিলে হায় রে –
তারে একবার মন দিলে হায় রে –
আর কি ফেরানো যায় !
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায় ?।
যে ডোরের ওই বাঁধা এ মন –
সে যে বড়ই মজার বাঁধন
যে ডোরের ওই বাঁধা এ মন –
সে যে বড়ই মজার বাঁধন ।
বাহিরে আলগা হলে ভিতরে জড়ায় –
তারে একবার মন দিলে হায় রে –
আর কি ফেরানো যায় !
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায় ?।
রাধে প্রেম কি কাঁচের চুড়ি ?
রাধে প্রেমতো ঠুনকো নয় ।
যদি আঘাত লাগে –
ভাঙবার নেইকো ভয় ।
রাধে প্রেম কি কাঁচের চুড়ি ?
রাধে প্রেমতো ঠুনকো নয় ।
যদি আঘাত লাগে –
ভাঙবার নেইকো ভয় ।
নাইবা রইল কাছে কাছে
তোরই বধু তোরই আছে ।
নাইবা রইল কাছে কাছে
তোরই বধু তোরই আছে ।
কালা যে লুকিয়ে আছে নয়ন তারায় ।
তারে একবার মন দিলে হায় রে –
তারে একবার মন দিলে হায় রে –
আর কি ফেরানো যায় !
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায় ?।
রাধে … রাধে…
Movie : Dhanni Meye (1971)
Song : Radhe Montake Niye Eli Kon Mathuray
Star Cast: Jaya Badhuri
Play Back: Hemanta Mukherjee, Manna De, Aroti Mukherjee
Music: Nochiketa Ghosh
Director: Aurobinda Mukherjee
Video from YouTube for Radhe Monta Rekhe Eli Bol Kon Mathurai :