Featured Video Play Icon

E Byatha Ki Je Byatha | এ ব্যাথা কি যে ব্যাথা

Dhanyi Meye (1971)

 

এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে ?
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে –
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় –
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে ?
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে –
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় –
অঙ্গে চোট পেলে- সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার ।
অঙ্গে চোট পেলে- সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার ।
মরমে চোট পেলে সারেনা এ জীবনে-
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় –
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !
বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়
শিকলে কাটা মন লুকিয়ে যেতে চায় ।
বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়
শিকলে কাটা মন লুকিয়ে যেতে চায় ।
এ চোট পেয়ে রাঁধা মরেছে বৃন্দাবনে
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় –
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !
কি জানি কি হয় … কি জানি কি হয় …
Movie : Dhanni Meye (1971)
Song : E Byatha Ki Je Byatha
Star Cast: Jaya Badhuri
Play Back: Hemanta Mukherjee, Manna De, Aroti Mukherjee
Music: Nochiketa Ghosh
Director: Aurobinda Mukherjee
Video from YouTube for E Byatha Ki Je Byatha :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *