জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখ হিসাব নিকাষ
কিছুই রবে না ।
লুকোচুরির এই যে খেলা
প্রাণের যত দেয়া নেয়া
পুর্ন হবে না ।।
কণ্ঠ ভরা এ গান শুনে-
ছুটে তুমি এলে দ্বারে ।
চোখে দেখে এত করেও
চেননিতো কভু তারে ।
কণ্ঠ ভরা এ গান শুনে-
ছুটে তুমি এলে দ্বারে ।
চোখে দেখে এত করেও
চেননিতো কভু তারে ।
অবহেলা সহেও তবু
আমায় তুমি নাও গো ডেকে
সেতো কবে না ।।
যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে ।
সেই হাসি কাচের ঝারে
মোমের বাটি জ্বেলে রেখে ।
যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে ।
সেই হাসি কাচের ঝারে
মোমের বাটি জ্বেলে রেখে ।
জানি আমি আমার এ মন
এ গান আমার ভালবাসুক ।
নিজের ভুলে পথের ধুলে
পরশ মানিক ফেলে আসুক ।
তোমার প্রাণের ওই ঠিকানে
দেখেও আমায় তবু কি গো
ডেকে রবে না ।।
Song: Jibon Khatar Proti Patay
Movie : Deya Neya (1963)
Artist : Shyamal Mitra
Music Director : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Star Casting : Uttam Kumar, Tanuja, Pahari Sanyal, Chhaya Debi, Tarun Kumar, Lili Chakraborty, Kamal Mitra, Jahar Roy
Video from YouTube for Jibon Khatar Proti Patay :
Pran juriye gelo bondhu
This song is very very very good