Mithe Alo | মিঠে আলো

Cockpit (2017)

তোমার নামে আঁকা এ হাতের উপর আঁকা
ডাকে আয় কাছে আয়
তোমার চুলে ডাকা এ আদর দিয়ে মাখা
ডাকে আয় কাছে আয়
হুম
হাতে হাতে ঘোরে ভেজা চিঠিগুলো সে
হাঁ সে ডাকপিওন
এখন​ কোথায় বলো পাবো ঠিকানা
ডাকবাক্সগুলো শহরে আর নেই
মনের অলিগলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো জ্বেলে গেল কত ভালো

এলোমেলো হাঁটা পথে চোরাকাঁটা থাকে
কাটাকুটি কথা ছোটোছোটো ব্যাথা ডাকে
ফিরে ফিরে যায় যদি কাছে পায় তাকে
ভাঙ্গা চোরা মন হঠাৎ কখন ডাকে তাকে ডাকে তাকে
হুম
হাতে হাতে ঘোরে ভেজা চিঠিগুলো সে
হাঁ সে ডাকপিওন
এখন​ কোথায় বলো পাবো ঠিকানা
ডাকবাক্সগুলো শহরে আর নেই
মনের অলিগলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো জ্বেলে গেল কত ভালো

ফাঁকা ফাঁকা ঘরে কেন তারপরে উড়ে
মন খারাপ হলে বৃষ্টি হয়ে চলে দূরে
রাস্তা শুনশান চেনা চেনা গান সুরে
এ যে পাগলামি হেরে যাওয়া আমি
দূরে দূরে উড়ে উড়ে
হুম
হাতে হাতে ঘোরে ভেজা চিঠিগুলো সে
হাঁ সে ডাকপিওন
এখন​ কোথায় বলো পাবো ঠিকানা
ডাকবাক্সগুলো শহরে আর নেই
মনের অলিগলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো জ্বেলে গেল কত ভালো
মিঠে আলো জ্বেলে গেল কত ভালো
মিঠে আলো জ্বেলে গেল কত ভালো

Song Name: Mithe Alo
Movie Name: Cockpit (2017)
Composer: Arindom
Singers: Atif Aslam & Nikhita Gandhi
Lyricist: Anindya Chattopadhyay
Guitar: Ankur Mukherjee
Starring: Dev, Koel Mallick, Rukmini Maitra, Ziaul Roshan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *