Featured Video Play Icon

Ar Koto Rat Eka Thakbo | আর কত রাত একা থাকবো

Chokher Aloy (1989)

আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো ও ও ও..
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো

ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুঝে মন কত সইবে
ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুঝে মন কত সইবে
এমন লগ্ন পেয়ে কি করে বলো
নিজেকে সরিয়ে আমি রাখবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো

মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাজবে
মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাজবে
এ মালা গাঁথার এই লজ্জা আমি
কি করে আঁচল দিয়ে ঢাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো

Song: Ar Koto Rat Eka Thakbo
Artist: Asha Bhosle
Film: Chokher Aloy (1989)
Lyricist: Pulak Bandhopadhayay
Music Director: Bappi Lahiri
Director: Sachin Adhikari
Star Casting: Debashree Roy, Prosenjit Chatterjee, Tapas Paul, Anil Chatterjee

Video from YouTube for Ar Koto Rat Eka Thakbo :

https://www.youtube.com/watch?v=OD2wR1UPn3M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *