ও কোকিলা তোরে সুধাই রে
সবার-ই তো ঘর রয়েছে কেনো রে তোর বাসা কোথাও নাই রে
ও কোকিলা তোরে সুধাই রে
সবার-ই তো ঘর রয়েছে কেনো রে তোর বাসা কোথাও নাই রে
বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি
একটিবারও পরাণটা তোর উদাস হয়ে যায় না কি
বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি
একটিবারও পরাণটা তোর উদাস হয়ে যায় না কি
কখন কি মন বলে না এমনি বাসা একটি আমি চাই রে
ও কোকিলা তোরে সুধাই রে
ভালোবাসা দেখলি শুধু ভালোবাসা বুঝলি না
বুকের মাঝে হারায় যে মন সে মনটারে খুঁজলি না
ভালোবাসা দেখলি শুধু ভালোবাসা বুঝলি না
বুকের মাঝে হারায় যে মন সে মনটারে খুঁজলি না
বি স্বাদ আজো গোপন আছে দিব্যি করে বল না আমায় ভাই রে
ও কোকিলা তোরে সুধাই রে
সবার-ই তো ঘর রয়েছে কেনো রে তোর বাসা কোথাও নাই রে
ও কোকিলা তোরে সুধাই রে
ও কোকিলা তোরে সুধাই রে
Song: O Kokila Tore Sudhai Re
Movie : Baghini (1968)
Artist : Manna Dey
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Pulak Bandyopadhyay
Director : Bijoy Basu
Starcast : Soumitra Chatterjee, Sandhya Roy, Rabi Ghosh, Ruma Guhathakurta, Tarun Kumar, Bikash Roy
Video from YouTube for O Kokila Tore Sudhai Re :