চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট
আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে।
হিয়া টুপটাপ জিয়া নস্টাল , মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস।
চল রাস্তায় সাজি ট্রাম লাইন।
প্রিয় বন্ধুর পাড়া নিঝ্ঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
প্রিয় বন্ধুর পাড়া নিঝ্ঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায়।
পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে মোড়া প্লাস্টিক
পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস।
চল রাস্তায় সাজি ট্রাম লাইন।
পোষা বালিশের নিচে পথ-ঘাট, যারা সস্তায় ঘুম কিনতো
পোষা বালিশের নিচে পথ-ঘাট, যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর , আমি পাল্টে নিয়েছি রিং টোন।
তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস।
চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট
আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে।
হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস।
চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট
আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে।
হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস।
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস।
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস।
Song: Chol Rastay Saji Tram Line
Artist: Shreya Ghoshal
Movie: Autograph (2010)
Director: Srijit Mukherji
Music: Debojyoti Mishra
Lyrics: Srijato
Star Casting: Prosenjit Chatterjee, Nandana Sen, Indraneil Sengupta
Video from YouTube for Chol Rastay Saji Tram Line: