আমি যামিনী তুমি শশী হে-
ভাতিছ গগণ মাঝে ।
আমি যামিনী তুমি শশী হে-
ভাতিছ গগণ মাঝে ।
মম সরসীতে তব উজল প্রভা,
বিম্বিত যেন লাজে ।।
তোমায় হেরি গো, স্বপনে, শয়নে,
তাম্বুর-রাঙা বয়ানে-
তব, তাম্বুর-রাঙা বয়ানে ।
মরি, অপরূপ রুপ-মাধুরি-
মরি, অপরূপ রুপ-মাধুরি,
বসন্ত-সম বিরাজে ।।
তুমি যে শিশির-বিন্দু,
মম কুমদির বক্ষে ।
না হেরিলে ওগো তোমারে-
তমসা ঘনায় চক্ষে ।
তুমি যে শিশির-বিন্দু,
মম কুমদির বক্ষে ।
না হেরিলে ওগো তোমারে-
তমসা ঘনায় চক্ষে ।
তুমি অগণিত তারা গগনে ,
প্রাণ-বায়ু মম জীবনে-
তুমি, প্রাণ-বায়ু মম জীবনে ।
তব নামে মম প্রেম-মুরলী-
তব নামে মম প্রেম-মুরলী ,
পরাণের গঠে বাজে ।।
Song: Ami Jamini Tumi Soshi He
Movie : Antony Firingee (1967)
Artist : Manna Dey
Music Director : Anil Bagchi
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Sunil Banerjee
Starcast : Uttam Kumar, Tanuja, Asit Baran, Ashim Kumar
Video from YouTube for Ami Jamini Tumi Soshi He :