আ আ
আমায় ভালোবেসে ডেকে দেখো না দেখো না
ভালোবেসে ডেকে দেখো না
আসি কি না আসি পাশে কে তোমায় ভালবাসে
আসি কি না আসি পাশে কে তোমায় ভালবাসে
চোখে চোখ রেখে দেখো না দেখো না
ভালোবেসে ডেকে দেখো না দেখো না
ভালোবেসে ডেকে দেখো না
মধু যদি না খায় ভ্রমর ফুলের আর লাভ কি ফুটে
বেহায়া মনটা আমার দুহাতে নাও না লুটে
উঠে আমায় জরিয়ে ধরে
উঠে আমায় জরিয়ে ধরে সোহাগী এই যে রাতের
আদর গায়ে মেখে দেখো না দেখো না
ভালোবেসে ডেকে দেখো না দেখো না
ভালোবেসে ডেকে দেখো না
তোমাকেই এ মন দিয়ে মরেছি প্রেমের বিষে
বুকে যে আগুন জ্বলে এ জ্বালা নেভাই কিসে
কি করে নেভাব?
তোমাকেই এ মন দিয়ে মরেছি প্রেমের বিষে
বুকে যে আগুন জ্বলে এ জ্বালা নেভাই কিসে
আত আর বায়না কেন পাও কি না পাও আমায়
কাছে আজ থেকে দেখো না দেখো না
আমায় ভালোবেসে ডেকে দেখো না
ভালোবেসে ডেকে দেখো না
আসি কি না আসি পাশে কে তোমায় ভালবাসে
আসি কি না আসি পাশে কে তোমায় ভালবাসে
চোখে চোখ রেখে দেখো না দেখো না
ভালোবেসে ডেকে দেখো না দেখো না
ভালোবেসে ডেকে দেখো না
Song: Bhalobese Deke Dekho na
Film: Anondo Asham (1977)
Singer: Asha Bhosle
Lyricist: Gauriprasanna Mazumder
Director, Producer, Writer : Shakti Samanta
Dialogue: Prabhat Roy
Story by: Sailajananda Mukhopadhyay
Music by: Shyamal Mitra
Cinematography: Aloke Dasgupta
Editing by: Bijoy Chowdhary
Star Casting: Ashok Kumar, Uttam Kumar, Sharmila Tagore
Video form YouTube for Bhalobese Deke Dekho na :
https://www.youtube.com/watch?v=4m_Kw4zFc-U