Featured Video Play Icon

Itihas Lekha Ankhi Jole | ইতিহাস লেখা আঁখি জলে

ইতিহাস লেখা আঁখি জলে, বলে যায় সে কথা প্রতি পলে। ইতিহাস লেখা আঁখি জলে, বলে যায় সে কথা প্রতি পলে। তোমার তরে পথ চেয়ে, তোমার তরে পথ চেয়ে, প্রদীপ রাখি আজও জ্বেলে। ইতিহাস লেখা আঁখি জলে, বলে যায় সে কথা প্রতি পলে। অন্য মনের পথ চলে চলে কখন হয়েছি আমি ক্লান্ত, অন্য মনের পথ চলে […]

Continue Reading
Featured Video Play Icon

Shunyo E Buke | শূন্য এ–বুকে

শূন্য এ–বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়! তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।। তুই নাই ব’লে ওরে উন্মাদ পান্ডুর হ’ল আকাশের চাঁদ, কেঁদে নদী–জল করুণ বিষাদ ডাকে: ‘আয় ফিরে আয়’।। গগনে মেলিয়া শত শত কর খোঁজে তোরে তরু, ওরে সুন্দর! তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায়! তুই ফিরে এলে, […]

Continue Reading
Featured Video Play Icon

Somudra Kinare Bose | সমুদ্রের কিনারে বসে

সমুদ্রের কিনারে বসে জল বিনে চাতকী ম’লো। হায়রে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিলো।। চাতক থাকে মেঘের আশে মেঘ বরিষণ অন্য দেশে। বলো চাতক বাঁচে কিসে ওষ্ঠাগত প্রাণ আকুল।। নবঘন বিনে বারি খায় না চাতক অন্য বারি। চাতকের প্রতিজ্ঞা ভারি যায় যদি প্রাণ সেও তো ভালো।। লালন বলে ওরে মন কই হল​ মোর […]

Continue Reading
Featured Video Play Icon

E Kon Sakal | এ কোন সকাল

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার- এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার! এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার! ও কি সূর্য নাকি স্বপনের চিতা ও কি সূর্য নাকি স্বপনের চিতা ও কি পাখির কূজন নাকি হাহাকার। এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার! রাত্রি সে তো স্বভাবে মলিন তাকে সয়ে থাকা যায় তাকে সয়ে থাকা যায়- […]

Continue Reading
Featured Video Play Icon

Ekta Chele Moner Anginate | একটা ছেলে মনের আঙিনাতে

একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্না খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্না খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসাড়ে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে সবুজ […]

Continue Reading
Featured Video Play Icon

Keu Bole Falgun | কেউ বলে ফাল্গুন

কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দখিনা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি– সে যে, আমার চোখেই জলোচ্ছ্বাস। কেউ বলে […]

Continue Reading
Featured Video Play Icon

Somarohe Eso He | সমারোহে এসো হে

সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝংকারে, উড়ায় শঙ্কারে খুলেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ম্বর, এসো,এসো সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো যে রূপে ললাট সখী সিন্দুরে সাজালো, […]

Continue Reading
Featured Video Play Icon

Baishnob Sei Jon | বৈষ্ণব সেই জন

বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদন-ব্যথা জানে রে। বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদন-ব্যথা জানে রে। পরেরও তরে তার শত উপকারে, পরেরও তরে তার শত উপকারে গরব থাকে না কোনোখানে রে, বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদনব্যথা জানে রে। সকল লোকেরও বন্দনায় রত নিন্দা কথা না জানে রে। সকল […]

Continue Reading
Featured Video Play Icon

O Amar Kandher Anchal | ও আমার কাঁধের আঁচল

ও আমার কাঁধের আঁচল যায় পরে। ও আমার কাঁধের আঁচল যায় পরে। থাকে না মন যে আমার আর ঘরে। ও আমার কাঁধের আঁচল যায় পরে। ও আমার কাঁধের আঁচল যায় পরে। রাতেরই কালোর মত কালো ছিল জীবন আমার, রাতেরই কালোর মত কালো ছিল জীবন আমার, তোমারই ছোঁয়া পেয়ে উজ্জ্বল হল জীবন আমার। রাঙিয়ে দিলে প্রেমের […]

Continue Reading
Featured Video Play Icon

Roj Roj Akash Nile | রোজ রোজ আকাশ নীলে

রোজ রোজ আকাশ নীলে, কত তারা রাতে জ্বলে, মন তবু এই যে বলে, তোমারি দুচোখে শুধু সেই আলো জ্বলে। রোজ রোজ আকাশ নীলে, কত তারা রাতে জ্বলে, মন তবু এই যে বলে, তোমারি দুচোখে শুধু সেই আলো জ্বলে। রোজ রোজ আকাশ নীলে। দেখেছি যে আমি ঢেউ ভাঙা কত , নীল সাগরেরই বুকে। ভেসেছি তবু তোমারি […]

Continue Reading