নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা।
ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা।
নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা।
ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা।
মিঠে হাসির নূপুর বাজাও গো ঝুমুর নাচো তোমরা।
ঝুমুর নাচো তোমরা।
মিঠে হাসির নূপুর বাজাও গো ঝুমুর নাচো তোমরা।
ঝুমুর নাচো তোমরা।
নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা।
ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা।
কভু কেয়া কাঁটায়, কভু বাব্লা-আঠায়
বারে বারে ভোমরার পাখা জড়ায়ে গো — পাখা জড়ায়
কভু কেয়া কাঁটায়, কভু বাব্লা-আঠায়
বারে বারে ভোমরার পাখা জড়ায়ে গো — পাখা জড়ায়
দেখে হেসে লুটিয়ে পড়ে
দেখে হেসে লুটিয়ে পড়ে
ফুলের দেশের বউরা, ফুলের দেশের বউরা।
নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা।
ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা।
নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা।
ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা।
মিঠে হাসির নূপুর বাজাও গো ঝুমুর নাচো তোমরা।
ঝুমুর নাচো তোমরা।
মিঠে হাসির নূপুর বাজাও গো ঝুমুর নাচো তোমরা।
ঝুমুর নাচো তোমরা।
নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা।
ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা।
ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা।
ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা।
Song: Nim Phuler Mou Piye
Type: Nazrulgeeti
Taal: Drut Dadra (দ্রুত দাদরা)
Artist: Sushmita Adhikary
Video from YouTube for Nim Phuler Mou Piye :